শীতে পা ফাটা দূর করার সহজ উপায়, ঔষধ, ক্রিম এর নাম
শীতে পা ফাটা দূর করার উপায়, পায়ের গোড়ালি ফাটা দূর করার ঘরোয়া উপায়, পা ফাটা দূর করার ঘরোয়া উপায়, পা ফাটা দূর করার ঔষধ, পা ফাটা দূর করার ক্রিম এর নাম, পা ফাটা দূর করার ক্রিম দাম, পা ফাটা দূর করার ক্রিম বাংলাদেশ, পা ফাটা দূর করার সহজ উপায়, এই সমস্ত প্রশ্নের উত্তর এই আর্টিকেল শেষ পর্যন্ত বিস্তারিত লিখে রেখেছি।
শীতে পা ফাটা দূর করার সহজ উপায়, ঔষধ, ক্রিম এর নাম
আমাদের সারা শরীরের ভার বহন করে পা ,আর এই পায়েরই আমরা তেমন ভাবে যত্ন নিই না। এতে পায়ের অনেক ক্ষতি হয় যার ফলে আমরা নানারকম রোগের সম্মুখীন হই ,এবং এতে আমাদের অনেক খরচ হয়। বুঝতেই পারছেন বর্তমান এই দুর্মূল্যের বাজারে যেখানে শুধু মাত্র যত্নের কথা ওঠে ,সেখানে বাড়তি খরচ না করাই ভালো।
পায়ের গোড়ালি ফাটা খুবই সাধারণ একটা ব্যাপার তবে এড়িয়ে চলা উচিত নয়, কারণ এটি শুধুমাত্র শীত নয় অনেকের সারাবছর ই এমন সমস্যা থাকে তবে প্রতিনিয়ত কাজের চাপে আমরা অল্প হলেও মুখের যত্ন নিই কিন্তু পায়ের যত্ন ঠিক মতো নিই না বললেই চলে। তাই বেশির ভাগ সময় ছেলে ,মেয়ে ,অল্প বয়স,বেশি বয়স সবার মধ্যেই পায়ের গোড়ালি ফাটার মতো সমস্যা হয়। এছাড়াও অনেক রকম শারীরিক ত্রুটির কারণে এমন রোগ হয় ,
আমাদের অন্য পোস্ট:স্থায়ীভাবে ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম ও দাম দেখুন
সেগুলি হলো -গোড়ালির আসে পাশের শুষ্ক ও মোটা চামড়া ,সাভাবিকের চেয়ে বেশি ওজন ,বয়স বৃদ্ধির কারণ ,(ভিটামিন,মিনারেল ও জিঙ্ক ) এর অভাব ,ঘর্মগ্রন্থি নিষ্ক্রিয় ,সেরিয়াসিস ও এথলেটিক ফুট নামক একপ্রকার রোগের প্রভাবে এমন হয়ে থাকে ,এছাড়াও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করাও এর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
এবার আশুন জেনে নিই পায়ের পাতা ও ,গোড়ালির ফাটার সঠিক যত্নের অভাবে কি কি হতে পারে -এই প্রকার সমস্যার ফলে পায়ের ফাটা অংশের মধ্যে চুলকানি ,রক্তক্ষরণ ও প্রচুর চামড়া উঠে যাওয়ার সাথে সাথে ব্যাথা অনুভব হয় এতে রোগি ঠিক মতো হাঁটাচলাও করতে পারেনা। মাঝে মাঝে গোড়ালি লাল হয়ে আসে।
আমাদের অন্য পোস্ট:শীতের জন্য কোন ফেসওয়াস ভালো
পা ফাটা দূর করার ঘরোয়া উপায়, পা ফাটা দূর করার সহজ উপায়, পায়ের গোড়ালি ফাটার হাত থেকে বাঁচার জন্য আসুন দেখেনিই কিছু আকর্ষণীয় ও কার্যকরী প্রাকৃতিক ও ঘরোয়া টিপস পায়ের গোড়ালি ফাটা দূর করার ঘরোয়া উপায়, - Easy way to get rid of cracked feet in winter.
শীতে পা ফাটা দূর করার উপায়, পায়ের গোড়ালি ফাটা দূর করার ঘরোয়া উপায়
১.সরিষার তেল ও মোম
শীতে পা ফাটা দূর করার উপায়, দুই
চামচ সরিষার তেল হালকা গরম করে এতে এক টুকরো মোম
ফেলে দিন ,এবার আস্তে আস্তে নাড়ুন। যখন দেখবেন মোম গোলে সরিষার তেলের সাথে মিশে গেছে তখনই এটি ঠান্ডা হওয়ার আগে একটি ছোট কৌটোতে ঢেলে রাখুন। এবার
নিজের পা কুসুম গরম
জলে কিছুক্ষন ভিজিয়ে রেখে ,ব্রাশ দিয়ে একটু ভালো করে ঘষে নিন.এরপর পা শুকনো কাপড়ে
মুছে সরিষার
তেল ও মোমের মিশ্রণটি ভালভাবে
ফাটা অংশে লাগিয়ে নিন এবং মোজা পরে নেবেন। আর অবসসই এই
পদ্ধতি রাতে প্রয়োগ করবেন।
আমাদের অন্য পোস্ট:রান্নার জন্য কোন তেল ভালো ও স্বাস্থ্যকর উপকারী
২.লেবু ও ব্ৰেকিং সোডা
প্রথমে একটু
সাদা কোলগেট নিন ,এবার এতে একে একে দুই চামচ লবন ,এক চামচ বেকিং সোডা ,এক চামচ হলুদ
ও এক চামচ লেবুর রস দিন। এবং এই মিশ্রণ টি ভালো করে ফেটিয়ে নিন। এরপর পা পায়ের নোংরা
ধুয়ে নিন ও একটা বড়ো গামলাতে কুসুম গরম জল ,এক চামচ গোলাপ জল ,এক চামচ লেবুর রস দিয়ে
ভালো করে নিজের পা ধুয়ে ব্রাস দিয়ে ঘষে নিয়ে ফাটা জায়গায় সেই লেবু ,বেকিং সোডার মিশ্রণ লাগিয়ে ৫-৭ মিনিট রেখে আবার ব্রাস দিয়ে ঘষে
তুলে দিন পায়ের গোড়ালি ফাটা দূর করার ঘরোয়া উপায়, ফাটা জায়গায় একটু ভেসলিন লাগিয়ে দিন। পা ফাটা দূর করার ঔষধ, এই প্রণালী মূলত স্নানের সময় প্রয়োগ
করা হয়।
৩. পেট্রোলিয়াম জেলি বা ভেসলিন ও পাতিলেবু
পা ফাটা দূর করার সহজ উপায়,ভেসলিন এ প্রচুর পরিমান পেট্রোলিয়াম জেলি থাকে তাই অনেকেই পেট্রোলিয়াম জেলি বলতে ভেসলিন কেই বোঝায় যা আমাদের ত্বকের শুস্ক ভাব দূর করার জন্য পরিচিত। শীতে পা ফাটা দূর করার উপায়, প্রথমে এই ভেসলিন এক চামচ নিয়ে এরপর এর সাথে এক চামচ অলিভ অয়েল যা ভিটামিন ই তে পরিপূর্ণ হওয়ায় আমাদের ত্বকের রুক্ষ শুস্ক ভাব দূরকরে ,এবং এর সাথে এক চামচ পাতিলেবুর রস দেব যা ভিটামিন সি এর দ্বারা পূর্ণ পা ফাটা দূর করার ঘরোয়া উপায়,এটি আমাদের ফাটা জায়গার ডেট সেলস দূর করে।
আমাদের অন্য পোস্ট:ছেলেদের তৈলাক্ত ত্বক ফর্সা করার উপায় ও গায়ের রং কালো হওয়ার কারণ
এবার এই তিনটি উপাদান একসাথে ভালো করে মিক্সড
করবো তবে পেট্রোলিয়াম জেলির প্রভাবে এটি হয়তো মিক্সড হতে চাইবেনা কিন্তু একটু সময় নিয়ে
ভালো করে মেশালে এগুলি খুব সুন্দর করে মিশে যাবে। এখন এই মিস্রতন প্রতিদিন রাতে ঘুমানোর
আগে কুসুম গরম জলে পা ভালো করে ধুয়ে নিয়ে তবে লাগান এবং এরপর মোজা পরে ঘুমিয়ে পড়ুন
হাটা চলা না করার চেষ্টা করবেন এই অবস্থায়।এক
সপ্তাহ করুন পা ফাটা পালিয়ে যেতে বাধ্য।
৪.মধু ও পেঁয়াজ রস
পা ফাটা দূর করার সহজ উপায়, একটি পেঁয়াজ ভালো গ্রেট করে এর থেকে রস আলাদা করে নিন এবার এই পেঁয়াজ এর রসের সাথে এক চামচ মধু ও একচামচ অলিভ অয়েল দিয়ে ভালো করে ফেটে এর সাথে দুই চামচ আতপ চালের গুঁড়া নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিনা। এবার কুসুম গরম জলে যে কোনো শ্যাম্পু এক চামচ দিয়ে জলটা ভালো করে ঘেটে নিন (দুই মগ মতো গরম জল হলে চলবে ) এখন এই জলে ৫-৮ মিনিট মতো পা ভিজিয়ে রেখে ব্রাস দিয়ে ঘষে মোর চামড়া গুলো তুলে ফেলুন
পা ফাটা দূর করার ঘরোয়া উপায়, এবার পা শুকনো কাপড়ে মুছে সেই মধু ও পেঁয়াজ এর মিশ্রণ টি ফাটা জায়গায় ভালো করে প্রলেপ
দিয়ে ৩০ মিনিট রেখে নরমাল জলে ধুয়ে নিন পায়ের গোড়ালি ফাটা দূর করার ঘরোয়া উপায়, অলিভ অয়েল লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। পা ফাটা দূর করার ঔষধ, এক মাসেই
ফাটার সমস্যা পুরো পুরি দূর হয়ে যাবে।
আমাদের অন্য পোস্ট:চির জীবনের জন্য ব্রণ এবং ব্রন দাগ দূর করার ঘরোয়া উপায়
৫.পুঁই পাতা
পা ফাটা দূর করার ঘরোয়া উপায়, ফুটন্ত জলে
চার থেকে পাঁচটা কচি পুঁই গাছের পাতা নিয়ে ২০ মিনিট ভিজিয়ে রাখুন ,২০ মিনিট পর সেই
ভেজানো পুঁই পাতা নিয়ে পরিষ্কার পায়ের ফাটা অংশে ভালো করে ঘষে নিন এবং সারা রাত রাখুন পা ফাটা দূর করার সহজ উপায়।
৬.ক্যাস্টর অয়েল ,ভেসলিন, গ্লিসারিন ও জনসেন্স বেবি অয়েল
প্রথমে দুই
চামচ ক্যাস্টর অয়েল ,দুই চামচ ভেসলিন ,দুই চামচ গ্লিসারিন ,দুই চামচ জনসেন্স বেবি অয়েল
ও দুই চামচ হলুদ গুঁড়া দিয়ে উপাদান গুলি ভালো
করে মিশিয়ে নিন। শীতে পা ফাটা দূর করার উপায়, এবার এই মিশ্রণ পরিষ্কার পায়ে ভালো করে লাগিয়ে আধা ঘন্টা রাখুন এবং
আধা ঘন্টা পর নরমাল জলে ধুয়ে অলিভ অয়েল লাগাতে পারেন। সম্ভব হলে এই পদ্ধতি দুই সপ্তাহের
মতো করুন পা ফাটা পুরোপুরি দূর হবে।
৬.নিম , হলুদ ও এলোভেরা
১০ -১২ টি
নিম পাতা ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে পেস্ট করে নিন ,এবার এই নিম পেস্ট এর সাথে এক
চামচ হলুদ গুঁড়া ও এক চামচ এলোভেরা জেল অথবা এলোভেরা এর পাতা থেকে বের করা এক চামচ
মতো সাদা অংশ নিয়ে উপাদান গুলি ভালো করে মিশিয়ে নিন। এবার গরম জলে পা ভালো করে ধুয়ে
এতে এই নিম পাতার পেস্ট এর প্রলেপ লাগান , আধা ঘন্টা পর পা ভালো করে
ধুয়ে ,মুছে নিয়ে ভেসলিন লাগিয়ে দিন।
আমাদের অন্য পোস্ট:ত্বক ফর্সা করার কার্যকারী ঘরোয়া উপায়
৭. কলার পেস্ট
পাকা যে কোনো
কলা ভালো করে পেস্ট করে নিন ,এবার এতে এক চামচ নারকেল তেল ও এক চামচ ডাবের জল দিয়ে
উপাদান গুলি ভালো করে মিশিয়ে নিন। এবার পা ভালো করে পরিষ্কার করে এই মিশ্রণ লাগান এবং
প্রায় ২০-২৫ মিনিট রাখুন ও নরমাল জলে পা ধুয়ে নিন।
আমরা অনেক
রকম ঘরোয়া পদ্ধতি জেনেছি তবে ঘরোয়া পদ্ধতির সাথে সাথে আমাদের আমাদের নিজেদের পরিষ্কার
ও পরিচ্ছন্ন রাখা তা জরুরি ,তবে খেয়াল রাখতে হবে যেন পায়ে কোনো রকম ভাবে ধুলা বা ময়লা না লাগে এবং জুতা ছাড়া
হাঁটার চেষ্টা করবেননা ,এতে ফাটা পায়ের আরো ব্যাথা বেড়ে যেতে পারে।
*জেল হিড প্যাড - Gel Heel Pad
নিয়ম মতো ঘরোয়া পদ্ধতির সাথে সাথে জেল হিল প্যাড
ব্যবহার করতে পারেন ,এটি অনেকটা জুতার মতো
দেখতে তবে এটি রবার ও এই প্রোডাক্ট জুতার মতো
ভারী না হওয়ায় এবং অনেকটা মোজা বললে চলে আপনি
চাইলে এটি পরে ধুলা বালিতে হাটতে পারেন কোনো রকম সমস্যা হবেনা। এটি ব্যবহারের সাথে সাথে আপনার পায়ের ফাটা জায়গা আরাম পাবে এবং পা মোলায়েম থাকবে ও ব্যাথা থেকে আরাম
পাওয়া যাবে।
আমাদের অন্য পোস্ট:পেটের মেদ এবং ওজন কমানোর উপায়
পা ফাটা দূর করার ঔষধ, পা ফাটা দূর করার ক্রিম এর নাম, পা ফাটা দূর করার ক্রিম দাম, পা ফাটা দূর করার ক্রিম বাংলাদেশ
পায়ের গোড়ালি ফাটা দূর করার ঘরোয়া উপায়,এছাড়াও আপনি
কিছু ভালো ক্যামিক্যাল হীন ক্রিম ও ব্যাবহার
করতে পারেন , পা ফাটা দূর করার ক্রিম এর নাম, পা ফাটা দূর করার ক্রিম দাম, শীতে পা ফাটা দূর করার উপায়, এগুলি খুবই কার্যকরী হয় এবং ঘরোয়া পদ্ধতির সাথে সাথে এই পা ফাটা দূর করার ক্রিম বাংলাদেশ, ব্যবহার
এর ফলে খুব আরাম পাওয়া যায় এবং পায়ের ফাটা ও
খুব তাড়াতাড়িসেরে যায়। যেমন –
১.nuatrafol Aloe Vera Crack cream
পা ফাটা দূর করার ঔষধ, এটি এলোভেরার
নির্যাস ও গোলাপের তেল দিয়ে তৈরি করা হয়,
যা গোলাপ থেকে প্রাপ্ত একটি অপরিহার্য তেল, এবং গোলাপের পাপড়ির নির্যাস, যার অনেক
প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে আমাদের পায়ের ত্বক পুনরুজ্জীবিত করার জন্য বিশেষ
করে তোলে। এই ক্রিম সম্পূর্ণ প্রাকৃতিক যার ফলে
,প্রদাহজনিত উপকারিতা যা এই ফুট ক্রিমটিকে পায়ের ফুলে যাওয়া এবং গোড়ালির
মতো সমস্ত সমস্যার সম্পূর্ণ সমাধান করে তোলে। একটি প্রাকৃতিক অ্যাস্ট্রিঞ্জেন্টে গোলাপ,
তাই এটি ত্বকের ছিদ্র শক্ত করতে এবং ত্বককে শুকিয়ে না দিয়ে নমনীয়তা পুনরুদ্ধার করতে
সহায়তা করে। পা ফাটা দূর করার ঘরোয়া উপায়, এই ক্রিম আপনি বাজারে মাত্র ২০০ টাকার মধ্যেই পাবেন।
আমাদের অন্য পোস্ট:ডিপ্রেশন থেকে মুক্তির সহজ উপায়
২.latibule foot crack cream
পা ফাটা দূর করার ক্রিম এর নাম, latibule foot crack cream যে কোনো সময়েই ব্যবহার করা যেতে পারে ,তবে এটি শুধু মাত্র মহিলাদের জন্য।এক সপ্তাহের মধ্যেই নিরাময় পাবেন ,তবে নিয়মিত ব্যবহার করতে হবে। বাজারে এটি ১২০ টাকার ভিতরে পাবেন।
৩.Glesty Foot Cream
এই ক্রিম
এ রয়েছে মূলত চা গাছের তেল ও আপেল সিডার ভিনিগার যা আমাদের পায়ের নানা রকম সমস্যা যেমন
-ফাটা ,ফোলা ,লাল হয়ে যাওয়া ,ব্যাথা ও রক্ত ক্ষরণ ইত্যাদিতে আপনি যদি ব্যাবহার করেন তাহলে দেখবেন এক সোপ-তাহের মধ্যেই এই ধরণের
সমস্যা দূর হয়েছে। কারণ এটি আন্টি ফাংগাল ক্রিম। তবে হ্যাঁ এটি পায়ে লাগানোর সময় খেয়াল রাখবেন যেন ফাটা জায়গা
ছাড়া অন্য কোথাও না লাগে এবং ম্যাসাজ করে করে পায়ে ফাটা অংশে লাগান। পায়ের গোড়ালি ফাটা দূর করার ঘরোয়া উপায়, দিনে দুই থেকে
তিন বার ব্যবহার করুন ,পা ফাটা দূর করার ক্রিম দাম, ১৫০ টাকার মধ্যেই
পাবেন।
আমাদের অন্য পোস্ট:ঘুম আসে না কেন।। ঘুম বৃদ্ধির উপায়
৪.oraya Feet Crack Heel Repair Cream
পা ফাটা দূর করার ঔষধ, পা ফাটা দূর করার ক্রিম বাংলাদেশ, পায়ের গোড়ালির ত্বকের ছিদ্র নমনীয় করার সাথে
সাথে ব্যাথার উপশম ঘটায় ,কারণ এতে রয়েছে আন্টি ফাংগাল ,আন্টি ব্যাকটেরিয়াল ইত্যাদি।
এটি দিনের বেলা ব্যবহার করা উচিত ,বাজারে এই ক্রিম ১৫০ টাকার ভিতরে পাওয়া যাবে।
৫.No Darar
পা ফাটা দূর করার ক্রিম এর নাম, No Darar মূলত কোনো ফ্লেভার নেই বললেই চলে তবে, এই ক্রিম এর বিশেষত এই যে এটি পায়ের গোড়ালি ফাটা এক রাতেই অনেক পরিমান কমে যাবে এবং আরামপায়া যাবে অনেকটাই। বাজারে পা ফাটা দূর করার ক্রিম দাম, মাত্র ২০০ টাকার চেয়েও কম।
৬. Skookum foot crack cream
এতে রয়েছে
গ্রীন ট্রি ,পাতি লেবু ও কোকা বাটার যা পায়ের রুক্ষতা দূর করে মোলায়েম করে তোলার সাথে
সাথে ফাটা , ফোলা ও রক্তক্ষরণের হাত থেকে রেহাই পাওয়া যায়। এছাড়া এটি ত্বকের আদ্রতা
বজায় রাখে ,আপনি দিনে ,রাতে যে কোনো সময় এই ক্রিম ব্যবহার করতে পারেন। ১৪০ টাকার মধ্যে
এই ক্রিম পাওয়া যাবে।
আমাদের অন্য পোস্ট:দিনের ১২ টি ভালো অভ্যাস যা আপনাকে সুস্থ রাখবে এবং মন থাকবে সতেজ
৭.Omy Lady Crack Cream
পা ফাটা দূর করার ঔষধ, পা ফাটা দূর করার ক্রিম বাংলাদেশ, Omy Lady Crack Cream পায়ের চামড়া ছাড়ানো ,শুকনো,কাটা ভাব কে রুখে পায়ের আদ্রতা সমান রেখে পা এর গোড়ালি মোলায়েম করে। শীতে পা ফাটা দূর করার উপায়, দিনে রাতে যে কোনো সময় এটি ব্যবহার করা যায়। এর বাজার মূল্য পা ফাটা দূর করার ক্রিম দাম, ১৩০ টাকা এর ভিতর।
৮.Wayfar foot cream
এই ক্রিম
পা ফাটা দূর করে পায়ের নমনীয় ভাব বজায় রাখে ,এবং পা ফাটা দূর করার ঔষধ, পায়ের মৃত কোষ কে আবার পুনরুজ্জীবিত
করতে সহায়তা করে। এছাড়া ব্যথা ভাবটাও দূরে রাখে। এই ক্রিম টি দিনে রাতে যেকোনো সময়
ব্যাবহার করা যায়। এর বাজার মূল্য ১৩০ টাকার মধ্যে।
বন্ধুরা আপনারা কষ্ট করে যদি এই
টিপস গুলি পড়ে থাকেন তাহলে ধন্যবাদ। এই টিপস
গুলি ফলো করুন দেখবেন আপনার পায়ের এই ধরণের সমস্যা খুব তাড়াতাড়ি দূর হয়ে গিয়েছে। সুস্থ
থাকুন ভালো থাকুন।
আমাদের গুগল নিউজ পোস্ট গুলি ফলো করুন ☛ Google News