ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা প্রবন্ধ রচনা

 

ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা বাংলা রচনা, এই ছাত্র জীবন হলো আমাদের কাছে একটি গুরুত্তপূর্ণ জীবন যা পরবর্তীতে চাইলে ফিরে পাওয়া যাবেনা ,তাই এই সময় আমাদের ভবিষ্যৎ এর জন্য হলেও সঠিক  রূপায়ণের কাজে লাগাতে হবে যার ফলে আমরা অদূর ভবিষ্যতে কোনো এক কারণে ইতস্তত করে একবারের জন্য হলেও ছাত্র জীবন কে ফিরে পাওয়ার দুঃখ প্রকাশ করবোনা। সেই কারণে ছাত্র জীবনকে সুগঠিত করা প্রয়োজন, যাতে ভবিষ্যতের সিঁড়ি আমাদের জন্য কঠিন না হয়। ভবিষ্যত মানে শুধুমাত্র আর্থিক সুচ্ছলতা নয় ,ভবিষ্যৎ মানে আমাদের সুঠম  দেহের সুস্থতার নিশ্চয়তা। তাই বিদ্যালয় জীবন থেকেই আমাদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলা কেও গুরুত্ব দেওয়া উচিত। কারণ এই ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা রচনা, শরীর চর্চার  অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা প্রবন্ধ রচনা
Importance of Sports in Student Life


ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা প্রবন্ধ রচনা

.শরীরচর্চায়  খেলাধুলার প্রভাব 

ছাত্রজীবন খেলাধুলার প্রয়োজনীয়তা প্রবন্ধ রচনা, শরীর গঠনের সেরা সময়। সেই কারণে আমাদের দেশে পাঠক্রমেও শারীরচর্চার বিষয়টি যুক্ত করা হয়েছে যাতে আমরা ছাত্রবস্থা থেকেই নিজেদের শরীর চর্চায় অভ্যস্থ উৎসাহিত হয়ে পড়ি। ক্রিকেট ,ফুটবল যোগব্যায়ামের মতো খেলাধুলার  সাহায্যে আমরা স্বাস্থ্যের গঠনের সাথে সাথে চরিত্র গঠনেও সফল হই। এই খেলাধুলার প্রভাবে আমাদের দেহ সুঠম খেলোয়াড় সুলভ আচরণ ,সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতা পারস্পরিক ক্রীড়া সহযোগিতা মূলক মনোভাব সৃষ্টি হয়। Importance of Sports in Student Life

আরো পড়ুন : ছাত্র জীবনে সফল হওয়ার উপায় ও মূলমন্ত্র কী  

.শিক্ষায় খেলাধুলার প্রভাব

ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা রচনা, বিদ্যালয় জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা, সুস্বাস্থ্য দৃঢ় চরিত্র গঠনের জন্য খেলাধুলা বিশেষ উপযোগী। শুধুমাত্র বই পরে শিক্ষা অর্জন হয়না ,বই পড়ার পাশাপাশি সার্বিক শিক্ষার জন্য খেলাধুলা দরকারি। অনেক্ষন পড়ার পর যদি নূন্যতম কিছু সময় খেলার জন্য পাওয়া যায় তাহলে শিক্ষার্থী দের পড়ায় মন বসাতে বেশি সময় লাগেনা। ছাড়া মানসিক স্ফূর্তির পাশাপাশি পাঠ্যবইয়ের তত্বগুলির বাস্তব প্রয়োগ হয়।

অন্য পোস্ট :ছাত্র জীবনে গুরুত্ব, দায়িত্ব ও কর্তব্য

.শিক্ষা খেলাধুলার সম্পর্ক

খেলাধুলা প্রবন্ধ রচনা, শিক্ষা খেলাধুলার মধ্যে রয়েছে এক নিবিড় সম্পর্ক। শিক্ষার পাশাপাশি নিয়মিত  খেলাধুলার অভ্যাস দেহ মনের বিকাশে অপরিহার্য। শাস্ত্রে রয়েছে "ছাত্রাণাং অধ্যয়নং তপঃ "অর্থাৎ ছাত্র জীবনে অধ্যায়নি তপস্যা। আর সেই তপস্যায় সিদ্ধিলাভ করতে গেলে  প্রয়োজন সুস্থ শরীর নির্মল মন। তাইতো পড়াশোনার সাথে খেলাধূলাকেও শিক্ষার অঙ্গ করতে হবে যাতে পড়ে ছাত্র ছাত্রী দের  একঘেয়েমি না আসে।

আরো পড়ুন : প্রতিদিন বই পড়ার গুরুত্ব, উপকারিতা ও প্রয়োজনীয়তা

খেলাধুলার প্রয়োজনীয়তা প্রবন্ধ রচনা, শিক্ষা খেলাধুলার মধ্যে রয়েছে এক নিবিড় সম্পর্ক। শিক্ষার পাশাপাশি নিয়মিত  খেলাধুলার অভ্যাস দেহ মনের বিকাশে অপরিহার্য। শাস্ত্রে রয়েছে "ছাত্রাণাং অধ্যয়নং তপঃ "অর্থাৎ ছাত্র জীবনে অধ্যায়নি তপস্যা। আর সেই তপস্যায় সিদ্ধিলাভ করতে গেলে  প্রয়োজন সুস্থ শরীর নির্মল মন। তাইতো পড়াশোনার সাথে খেলাধূলাকেও শিক্ষার অঙ্গ করতে হবে যাতে পড়ে ছাত্র ছাত্রী দের  একঘেয়েমি না আসে।

.খেলাধুলার ধরণ 

জীবনে খেলাধুলার ভূমিকা, খেলাধুলা মূলত কয়েক ধরণের হয়ে থাকে। যেমন -ঘরে বসে খেলা (লুডো,ক্যারাম ,দাবা ,তাস ইত্যাদি ) বাইরের খেলা ( ক্রিকেট ,ফুটবল ,হকি ,ব্যাটমিন্টন ,কবাডি ইত্যাদি )তবে ঘরে বসে খেলায় মানসিক বিকাশ হলেও দৈহিক স্বাস্থ্য সুগঠিত হয়না ,তাই শিক্ষাজীবনে যদি খেলাধুলার প্রয়োজন হয় তাহলে আউটডোর গেম অথবা বাইরের খেলা গুলি বেচে নেয়া প্রয়োজন এতে দৈহিক বিকাশের সাথে সাথে শিক্ষার বাস্তব প্রয়োগ হয় ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা রচনা

.বর্তমান প্রজন্ম খেলাধুলা

বর্তমানে আর আগের মতো মাঠে  লেবে খেলার প্রচলন নেই বললেই চলে ,কারণ এখন বিজ্ঞান এতো উন্নত যে সব কিছুই ভার্চুয়াল পদ্ধতিতে চলছে। পড়াশুনা থেকে শুরু করে খেলাধুলা পর্যন্ত। তাই এই প্রজন্মের সাথে তাল না মিলিয়ে বিভিন্ন বিদ্যালয় কর্তৃপক্ষদের আগেরভি মতোই পড়াশুনার পাশাপাশি খেলাধুলার উপরেও বিশেষ গুরুত্ব দেয়া উচিত। এছাড়া বর্তমানে এই স্মার্ট মোবাইলের যুগে বাচ্চা থেকে বয়স্ক সবাই বেশি স্মার্টনেস হতে চায়, তাই কম্পিটিশন এর কবলেপড়ে বেশিরভাগ  শিক্ষার্থীরা অল্পবয়সে মানসিক চাপে ভুগছে তাই বোড়োদের উচিত এদিকটায় নজর দেয়া। Importance of Sports in Student Life.

আরো পড়ুন : মন নিয়ন্ত্রণ ও আত্মনিয়ন্ত্রণ করার উপায় 

. ছাত্রদের খেলাধুলায় বাধা হয়েছে বিদ্যালয়

খেলাধুলার প্রয়োজনীয়তা প্রবন্ধ রচনা, বিদ্যালয়ে পাঠ্যসূচিতে খেলাধুলা অন্তর্গত হলেও এই খেলাধুলায় বিদ্যালয় বাধা প্রদান করছে এর অন্যতম কারণ হলো -মাধ্যমিক থেকে এর উপরের স্তরের শ্রেণী গুলিতে শরীরচর্চা বিষয় এর কোনো বাধ্যতামূলক নেই সে কারণে ছাত্রছাত্রী /শিক্ষক এদিকে বিশেষ গুরুত্ব দেয়না। এছাড়াও সঠিক সরঞ্জাম,খেলার মাঠ নির্দিষ্ট শরীর চর্চার বাঁধা হয়ে দাঁড়ায় ,অভিভাবকদের অশিক্ষার কারণে মেয়েদের ও খেলাধুলাও শরীরচর্চায় বাঁধা হয়ে দাঁড়ায় বিশেষত গ্রামের দিকে।

আরো পড়ুন : দিনে কয় ঘন্টা পড়া উচিত ও পড়াশোনা করার নিয়ম

 সরকারি বিদ্যালয়ে এখন মিডডে মিলের প্রকল্প গ্রহণ করলেও তা বিভিন্ন কালোবাজারিদের হাতে পড়ে  অপুষ্টিকর খাদ্যে রূপান্তরিত হয়  যা শিক্ষার্থীদের সঠিক শরীর চর্চার পরে দেহের শারীরিক দুর্বলতার সৃষ্টি হয়।

৭.বিখ্যাত মিনিষিদের ক্রীড়া বিষয়ক বাণী

জওহরলাল নেহেরুর মতে -"জাতির চরিত্র গঠন করতে হলে আমাদের বয়োস্কনিষ্ঠ দের  মধ্যে খেলাধুলা  বৃদ্ধি  করার উপর  জোর দিতে হবে।তাহলেই তারা সত্যি কার উপযুক্ত নাগরিক হতে পারবে।"

বিধানচন্দ্র রায় এর মতে -"সংগ্রামী জীবনে মানুষকে উপযুক্ত ভাবে গড়ে তোলার জন্য খেলাধুলার ভূমিকা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য।"

স্বামী বিবেকানন্দের মতে -"দুর্বল মস্তিস্ক কিছু করতে পারেনা ,আমাদিগকে উহা বদলাইয়া সরল মস্তিষ্কের হইতে হইবে। গীতা পাঠের চেয়ে তোমরা ফুটবল খেলিলে স্বর্গের সমীপবর্তী হইবে।"

আরো পড়ুন : দিনের ১২ টি ভালো অভ্যাস যা আপনাকে সুস্থ রাখবে এবং মন থাকবে সতেজ 

রবীন্দ্রনাথের ভাষায় -"যে  শক্তি কর্মের উদ্যোগে আপনাকে সর্বদা প্রবাহিত করিতেছে সেই শক্তিই খেলার চাঞ্চল্যে আপনাকে তরঙ্গায়িত করিতেছে। শক্তির এই প্রাচুর্য্যকে বিজ্ঞের মতো অবজ্ঞা করতে পারিনা। ইহাই মানুষের ঐশ্বর্যকে নব নব সৃষ্টির মধ্যে বিস্তার করিয়া চলিয়াছে। সুস্থ ,সবল ,কর্মক্ষম দেহ ,সুস্থ মানষিকতার জন্য খেলাধুলা প্রয়োজন।

   ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা রচনা, এই উক্তি গুলি  থেকে আমরা এই বিবেচনায় আসতে  পারি  যে খেলাধুলার মাধ্যমে জাতির সুস্থ শরীর গঠন হওয়ার সাথে সাথে জাতির চরিত্রও  এমন ভাবে গঠন হয় যাতে মানুষ সঠিক নাগরিকত্ব ,সংগ্রামী ও স্বর্গের কাছাকাছি আসে এবং কর্মক্ষম দেহ ও মন মানসিকতার সুস্থতা লাভ করে ।

৮.খেলা ধুলার উপযোগিতা

খেলাধুলার প্রয়োজনীয়তা প্রবন্ধ রচনা, জীবনে খেলাধুলার ভূমিকা, যে শুধুমাত্র শরীর চর্চার কাজে লাগে তা নয় ,এর প্রভাবে মানুষের ছাত্র বয়স থেকে প্রতিযোগিতার উৎসাহ তৈরী হয় এবং দেশের বিখ্যাত খেলোয়াড় হওয়ার ও সম্ভাবনার সৃষ্টি হয়। তবে এর জন্য চাই উৎসাহ ,যা একমাত্র বিদ্যালয়ের থেকে আসা করা যায়। কারণ দেশে চিত্ত বিনোদনের জন্য প্রতিভা অনেকের থাকে তবে সুযোগ সবার থাকেনা ,তার সুযোগের সন্ধান রয়েছে একমাত্র বিদ্যালয়ের হাতেই। (এখন যদিও ইন্টারনেট মাধ্যম এই বিষয়ে বেশ সক্রিয় )

৯.দেশের স্থান উজ্জ্বল করতে শিক্ষার ভূমিকা

সেই সুপ্রাচীন কাল থেকে বিভিন্ন খেলাধুলা যেমন -হকি ,টেনিস ,কবাডি ,ফুটবল ,ক্রিকেট , কুস্তি ইত্যাদির মাধ্যমে খেলোয়াড়েরা বার বার আমাদের দেশকে বিশ্বদরবারের কাছে তুলে ধরেছে এবং দেশের হয়ে নানা রকম পুরস্কার ও জিতে এনেছে। এখান থেকে সহজেই ধারণা করা যায় যে খেলাধুলা  শুধু ব্যাক্তিগত ভাবেই নয় বরং দেশের ও সার্বিক বিকাশে উন্নতি করে,এবং একটি দেশের সাথে অন্য দেশেরও সুসম্পর্ক গড়ে তোলে।

আরো পড়ুন : কিভাবে স্মার্ট হওয়া যায়,স্মার্ট হওয়ার সহজ কিছু উপায় 

১০.বেশি খেলাধুলার কুফল

প্রত্যেক টা  জিনিসের একটি নির্দিষ্ট  সীমা থাকে ,তাই পড়াশুনার বাইরে যদি খেলাধুলার পরিমান বেড়ে যায় তাহলে তাহলে শিক্ষার্থীর শিক্ষাজীবন ব্যাহত হয়ে পড়ে। যার ফলে  শিক্ষার প্রকৃত মূল্যই হারিয়ে যায় শিক্ষার্থীর কাছে। সে কারণে শিক্ষার্থী যেন পড়াশোনা ছেড়ে অতিরিক্ত পরিমানে খেলায় না মগ্ন হয়ে পরে সেদিকে নজর রাখা অত্যন্ত প্রয়োজনীয়।

১১.চরিত্র ও মানসিক বিকাশে খেলা ধুলা

শিশুদের খেলাধুলার প্রয়োজনীয়তা আলোচনায় বলা যায় যে খেলাধুলার মাধ্যমে ব্যাক্তির চরিত্রের মধ্যে সহানুভূতি ,ধৈর্য ,সংযম ও আত্মবিশ্বাসের মতো বিভিন্ন গুণাবলীর জন্ম হয়  যা ভবিষ্যৎ জীবনের জন্য বিশেষ দরকারি, তবে এই খেলাধুলার মাধ্যমে ব্যক্তির মানসিক প্রশান্তির জন্য মনের দিক থেকে প্রাণবন্ত ও আনন্দ মুখর হতে সাবলীল ও  সাহায্যশীল। 

 শেষ কথা 

ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা রচনা, খেলাধুলার প্রয়োজনীয়তায় দেখা যায় বিশেষ ভাবে এটি ছাত্র জীবনের জন্য নানান প্রয়োজনীয়তার সৃষ্টি করে এবং খেলাধুলা ও শরীরচর্চার সঠিক  অভাবে শিক্ষাজীবনে ছাত্র দের অনেক রকম মানসিক ও দৈহিক ক্ষতির  সাথে সাথে দেশেরও অনেক প্রতিভা অবাধেই শেষ হয়ে যায়।খেলাধুলার প্রয়োজনীয়তা প্রবন্ধ রচনা, সেই কারণেই হয়তো বলা হয় সাস্থই সম্পদ ,সু সাস্থই যেকোনো কাজকে সুন্দর ও সাফল্যমন্ডিত করে তোলে।  অন্যদিকে এই খেলাধুলার মতো আনন্দদায়ক চিত্তের কারণেই ব্যাক্তির নাম,জস ও জীবনকে উপভোগ্য করে তোলে তাই নয় এর সাথে দেশের ও খ্যাতি লাভ করায়। তাছাড়াও দেশবাসীর মধ্যেও নতুন করে দেশপ্রেম  জাগিয়ে তোলে। 

 

 

 

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Adsence

Adsence