ছাত্র জীবনে মোবাইল ফোনের পাঁচটি উপকারিতা

ছাত্র জীবনে মোবাইল ফোনের উপকারিতা থাকলেও এর অপকারিতা রয়েছে অন্য কোনো পোস্টে জানিয়ে দেব মোবাইল ফোনের অপকারিতা গুলো , মোবাইল এমন একটি যন্ত্র যা আমাদের দৈনিন্দিন জীবনের সাথে জড়িত ,যার কারণে আমাদের জীবন অনেক ক্ষেত্রেই সহজ হয়ে উঠেছে। মোবাইল কিন্তু এখন যেমন সবার ঘরে ঘরে দেখা যায় আজ থেকে বছর আগেও এমন ছিলোনা ,আর তখন মোবাইল ফোনও এতো উন্নত ছিলোনা। মার্টিন কুপার যখন সর্ব প্রথম মোবাইল ফোন আবিস্কার করেছিল তখন তিনি হয়তো জানতেননা যে তার এই মোবাইল  একসময় মিনি কম্পিউটার রূপে বিরাজ করবে। হ্যাঁ ঠিক শুনেছেন মোবাইলকে মিনি কম্পিউটার বর্তমানে বলা হচ্ছে কারণ মোবাইল একটি কম্পিউটার এর কম কিছু নয়। আসুন জেনে নিই মানবকল্যাণে মোবাইল ফোনের ভূমিকা ,ছাত্র জীবনে মোবাইলের গুরুত্ব, 

অর্ডার করুন ☝️
অর্ডার করুন ☝️

ছাত্র জীবনে মোবাইল ফোনের পাঁচটি উপকারিতা (Five benefits of mobile phones in student life)

ছাত্র জীবনে মোবাইল ফোনের পাঁচটি উপকারিতা (Five benefits of mobile phones in student life)


মোবাইলের উপকারিতা (Advantages of mobile)

মোবাইল ফোন চেনেনা এমন মানুষ নেই বললে চলে ,কারণ ছোট্ট বাচ্চা থেকে বড়ো বয়স্ক মানুষ সবাই মোবাইলের সাথে পরিচিত। তবে মোবাইল ফোনের অনেক রকম উপকারিতা রয়েছে যা আমরা অনেকেই জানিনা ,এবং সঠিক ব্যবহারও করিনা। যাই হোক আসুন আলোচনা করি মোবাইল ফোনের গুরুত্ব পূর্ণ কিছু উপকারিতা বা প্রয়োজনীয়তা ।

অন্য পোস্ট:ছাত্র জীবনে সফল হওয়ার উপায় ও মূলমন্ত্র কী   

1. যোগাযোগ ক্ষেত্রে মোবাইলের উপকারিতা  

এই এতবড়ো পৃথিবীতে মানুষ তো আর এক জায়গায় বসবাস করেনা বরং বিভিন্ন কাজ অথবা অন্য কোনো কারণে মানুষেরা আলাদা আলাদা জায়গায় বাস করে  তবে আত্মীয় স্বজন অথবা বিভিন্ন কাজের ক্ষেত্রেও মানুষের একে অপরের সাথে যোগাযোগ এর প্রয়োজন হয়ে পড়ে তবে অনেক আগে এই সমস্যার সমধানের জন্য চিঠির প্রচলন ছিল ,কিন্তু এতে অনেক সময় লাগত তাই দ্রুত যোগাযোগের জন্য বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে মারটিন কুপার আবিস্কার করে ফেলল মোবাইল ফোন সেই তখন থেকে সাধারন মানুষের জন্য আশীর্বাদ হয়ে উঠল এই মোবাইল ,কারন এই মোবাইল এর জন্য মানুষ সহজেই একে অপরের সাথে দূরদূরান্তে যোগাযোগে সক্ষম হয়ে উঠেছে মোবাইল ফোনের ভালো দিক

অন্য পোস্ট:প্রতিদিন বই পড়ার গুরুত্ব, উপকারিতা ও প্রয়োজনীয়তা   

2. সমাজের সাথে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়া তথ্যভান্ডার জ্ঞান অর্জন করা

আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া সম্পর্কে একেবারে অবগত মানুষ খুঁজে পাওয়া যায় না। যেগুলি আমাদের মোবাইল ফোন থেকে চালনা করা হয় বিভিন্ন APPLICATION এর মাধ্যমে যেমন- Facebook, twitter, YouTube, Pinterest, tumblr, Instagram, LinkedIn  ইত্যাদি। ছাত্র জীবনে মোবাইল ফোনের উপকারিতা এই সমস্ত সোশ্যাল মিডিয়া এপ্লিকেশন ব্যবহার করে আপনি পৃথিবীর বিভিন্ন খবর, ঘটনা, এক নিমিষেই পেয়ে যাবেন। 

অন্য পোস্ট:ভ্রমণের ১০ টি উপকারিতা, গুরুত্ব ও প্রয়োজনীয়তা

মোবাইল ফোনের ব্যবহার, আপনি এখানে পণ্য কেনা বেচা করতে পারবেন, তাছাড়া আপনার প্রয়োজন মতো যেকোনো ইনফরমেশন পেয়ে যাবেন। বলতে গেলে আপনি সমস্ত পৃথিবীটাই আপনার হাতের মুঠোয় বিভিন্ন দেশ বিদেশ এর মানুষ এর সাথে পরিচয় করতে পারবেন, আপনি মনে করতে পারেন পুরো পৃথিবীটাই একটি গ্রাম কোনো ভেদাভেদ নাই ভাগ নাই। কারণ এখানে সবার কালচার, রীতি, নীতি সম্পর্কে আপনি অবগত। 

আপনি চাইলেই বিদেশিদের মতন ভাষা বলতে শিখতে পারে। বেশিরভাগ মানুষ এখানে বিনোদন হিসাবে ব্যবহার করে।  তবে সব কিছুর ভালো খারাপ দিক আছে আপনি SOCIAL MEDIA কে যেমন ভাবে ব্যবহার করতে পারেন ভালো ভাবে ব্যাবহার করতে পারলে এখানে ভালো কিছু পাবেন। আর খারাপ দিক গুলি অনেক ভয়ঙ্কর আপনার জীবনে কুফল আসতে পারে তাই আজকে ভালো দিক গুলি আলোচনা করলাম আপনি ভালো দিক গুলি মোবাইল ফোনের সাহায্যে ব্যবহার করবেন।

 

3. অর্থ উপার্জনের জন্য মোবাইল ফোনের প্রয়োজনীয়তা

ছাত্র জীবনে মোবাইল ফোনের গুরত্ব বা প্রয়জোনীয়তা অপরিসীম। এই পয়েন্ট আলোচনা করবো ছাত্র জীবনে মোবাইল ফোন দিয়ে টাকা উপার্জন করা যায় এর উপকারিতা। ছাত্রজীবন সাধারণত পড়াশোনা করার সময় এই সময়ে টাকা বা অর্থ দরকার পড়লে অভিভাবকদের কাছে থেকে নেওয়া হয়। কিন্তু এরকম হাজারো শিক্ষার্থী রয়েছে শুধুমাত্র অর্থের জন্য টাকার অভাবে তাদের অভিভাবক /অভিভাবিকরা পোড়াশোনা থেকে দূরে সরিয়ে নেয় যেকারণে তারা আর কোনোদিন পড়াশোনা করতে পারে না। 

অন্য পোস্ট:দিনে কয় ঘন্টা পড়া উচিত ও পড়াশোনা করার নিয়ম

কিন্তু যদি এমনটা হয় আপনি মোবাইল ফোন দিয়ে টাকা উপার্জন করবে আর নিজের পড়াশোনা নিজে চালিয়ে যাবে নিজের খরচ খরচা নিজেই বহন করবে তাহলে কেমন হয় ? হ্যাঁ অবশ্যই সম্ভব এই রকম হাজারো নয় লাখ লাখ ছাত্রছাত্রী নিজের খরচ নিজে ইনকাম করে পড়াশোনা খরচ বহন করছে।

 মোবাইল ফোনের ভালো দিক,মোবাইল ফোনের ইনকাম করার জন্য প্রচুর রাস্তা আছে আপনি যেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন যেমন আপনি ফ্রীল্যানসিং, ডাটা এন্ট্রি, ইনফরমেশন মূলক লেখালেখির কাজ করতে পারেন অল্প সময় ব্যায় করে আপনার কর্মজীবনের অভিজ্ঞতা হবে এবং ছাত্রজীবনে হাত খরচ লেখা পড়ার খরচ টা বহন করতে পারবেন।

4. শিক্ষা ক্ষেত্রে মোবাইল ফোনের উপকারিতা গুরুত্ব প্রয়োজন

ছাত্র জীবনে মোবাইল ফোনের উপকারিতা অপরিহার্য , আধুনিক যুগে অনলাইন স্কুল আবির্ভাব হয়েছে প্রচুর যেখানে আপনি মোবাইল ফোনের ব্যবহার বা ইলেকট্রনিক যন্ত্র এবং ইন্টারনেট ছাড়া ক্লাস করা অসম্ভব। কো COVID -১৯ পর পুরো পৃথিবী যখন নিস্তব্ধ হয়ে পড়েছিল তখন ছাত্রদের একমাত্র ভরসা ছিল মোবাইল ফোন। 

অন্য পোস্ট:কিভাবে স্মার্ট হওয়া যায়,স্মার্ট হওয়ার সহজ কিছু উপায় 

অফিস আদালত, রাজনৈতিক, কূটনৈতিক বিভিন্ন মিটিং  মোবাইল ফোনের উপকারিতা গুরুত্ব বেশ প্রভাব ফেলেছে। শিক্ষাক্ষেত্রেরে প্রায় সব প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়েছিল, আর শিক্ষার্থি দের ক্লাস করানো হতো মোবাইল ফোন থেকে। তাছাড়া বর্তমান সমাজে যেকোনো ইনফরমেশন আপনি মোবাইল ফোন থেকে পেয়ে যাবেন শিক্ষার্থীদের জানা অজানা সকল ধরণের তথ্য, পড়াশোনার নোটস মোবাইল ফোনের ইন্টারনেট এর সাহায্যে সংগ্রহ করে থাকে। 

5. ছবি তোলা এবং ভিডিও করার জন্য মোবাইল ফোন

ছাত্র জীবন থেকে শুরু করে প্রত্যেকের জীবনে ছবি তোলা বা ভিডিও তৈরী করার জন্য কোনো না কোনো সময় কাজে লাগেই।  আধুনিক যুগে মোবাইল ফোন এই প্রয়োনীয়তা টি আমাদের অনেক সহজ ভাবে উপকার হয়ে উঠেছে। বিশেষ করে ছাত্র জীবনে শিক্ষক্ষত্রে কোনো বিষয় এর জন্য ছবি তোলা বা ভিডিও করার প্রয়োজন পড়ে তার জন্য হাতের স্মার্টফোনের গুরুত্ব পড়ে।  

এছাড়াও আপনি ছাত্রজীবনে ভিডিও তৈরী করে যেকোনো ভিডিও শিক্ষামূলক বা ইনফরমেশন যেকোনো ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে পারেন মোবাইল ফোনের ভালো দিকএবং আপনার যদি ছবি তুলতে অনেক ভালো লাগে আপনি ভালো মানের ছবি তুলে বিভিন্ন প্রিমিয়াম ওয়েবসাইট বিক্রি করে টাকা উপার্জন করতে পারেন যা আপনার হাত খরচ বা পড়াশোনার খরচ  নিজে নিজেই করতে পারেন।

 আমাদের গুগল নিউজ পোস্ট গুলি ফলো করুন ☛ Google News 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Adsence

Adsence