টম্যাটো ফ্লু জ্বর কি, এর লক্ষণ এবং করণীয় কি
করোনা ভাইরাসের প্রকোপ কাটতে না কাটতেই বাংলায় আরো একটি সংক্রমণ আবির্ভুত টম্যাটো ফ্ল জ্বর (TOMATO FLU ),
কক্সাকি নামক এক ধরণের ভাইরাস থেকে এই রোগ ছড়ায়।
চিকিৎসকদের পরামর্শে ৫ থেকে ৬ বছর বয়সের শিশু কিংবা তার থেকে ও ছোট শিশুদের এই রোগ বেশি যাচ্ছে, ডেঙ্গু, ম্যালেরিয়া ও সাধারণ জ্বরের থেকে কিছু আলাদা লক্ষণ। এই জ্বর হলে আতঙ্কিত হবেন না চিকিৎসক দের সাথে পরামর্শ করে কিছু নিয়ম অবলম্বন করবেন। টম্যাটো ফ্লু ভাইরাল ফিভার রোগের লক্ষণ, উপসর্গ ও করণীয় সবগুলি আলোচনা করেছি। ..
Tomato flu fever |
টম্যাটো ফ্লু কি (Tomato Flu)
এটি একটি নতুন ভাইরাল ফিভার জ্বর, এই জ্বর শিশুদের ত্বকে লাল দগদগে টমেটোর মতো ক্ষত চিহ্ন রর্যাস বেরিয়ে যায়, সম্পূর্ণ শরীরে এই চুলকানির মতো দাগ দেখা মিলছে তাই টম্যাটো ফ্লু জ্বর বলা হয়
যদিও
টমেটো ফ্ল নামের বিরোধিতা অনেক চিকিৎসক করেছেন।
টম্যাটো ফ্লু জ্বর এর লক্ষণ
চিকুনগুনিয়া
উপসর্গের সঙ্গে টম্যাটো ফ্লু (Fever ) এর অনেকটা
মিল রয়েছে
১. তীব্র গতিতে জ্বর আসা, শরীরে ব্যাথা, ক্লান্তি বোধের মতো লক্ষণ দেখা যাচ্ছে।
অন্য পোস্ট:ডিপ্রেশন থেকে মুক্তির উপায়
২.
দ্রুত জ্বর আসার সাথে সাথেই শরীরে চাকা চাকা লাল দাগ চুলকানি টম্যাটো ফ্লু মতো যেখান থেকে
রর্যাস নির্গত হচ্ছে ফলে শিশুরা ডিহাইড্রেশন ভুগছে
৩.
লাল চাকা চাকা দাগের অংশ থেকে রর্যাস নির্গত হওয়ার কিছুদিনের মধ্যে শরীরে তাপমাত্রা
বাড়ছে। এবং শরীরে অস্থিসন্ধিগুলো ফুল ফুল ভাব
সম্পূর্ণ শরীরে ব্যাথা এবং পেশিতে টান ধরছে।
অনেক
শিশুর খিঁচুনি সহ ঘন ঘন বমি ও পেট খারাপ হচ্ছে।
৪.
শুকনো সর্দি কাশি , নাক দিয়ে অনবরত জল পড়া,ক্লান্তি ক্লান্তি ভাব দেখা দেয়।
৫. এই রোগ বেশি দেখা দিলে স্নায়ুতন্ত্রের সমস্যা সহ
হৃদযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে অনেক সময়
টম্যাটো ফ্লু জ্বর এর করণীয়
এই
উপসর্গ টি ছোয়াঁচে রোগের মতো যেহেতু রর্জাস নির্গত হয়। টমেটো ফ্ল রোগ দেখা দিলে যা
করণীয়।-
১. টম্যাটো ফ্লু জ্বর দেখা দিলে আপনার শিশুকে অন্যান্য শিশুদের থেকে দূরে রাখুন এছাড়া কিছু
দিন স্কুল ও বন্ধ রাখুন
২.
কেবলমাত্র প্যারাসিটামল অন্নান্য জ্বরের ঔষধ খাইয়ে চুপ থাকবেন না দ্রুত চিকিৎসকের পরামর্শ
নিন।
৩.
চিকিৎসার পাশাপাশি দিনে বেশি পরিমান জল খাওয়ান।
৪.
গোলা ভাত খাওয়াবেন।
৫.
covid-১৯ এর মতো সামাজিক দুরুত্ব বজায় রাখুন