প্রতিদিন বই পড়ার গুরুত্ব, উপকারিতা ও প্রয়োজনীয়তা
প্রতিদিন বই পড়ার গুরুত্ব, উপকারিতা ও প্রয়োজনীয়তা:-
প্রতিদিন বই পড়ার গুরুত্ব, বই পড়ার অনুভূতি, বই পড়া নিয়ে কিছু কথা, বই পড়ার গুরুত্ব নিয়ে উক্তি, বই পড়া উপকারিতা এই আর্টিকেল বর্ণনা করা হলো- Best books to read to change your life for mindset
আরো পড়ুন: How to make your happy life..তোমার জীবন কিভাবে সুখী করবে।
আরো পড়ুন :- কিভাবে স্মার্ট হওয়া যায়, স্মার্ট হওয়ার সহজ কিছু উপায়
বই পড়ার গুরুত্ব :- (Importance of reading habit)
1. জ্ঞান বৃদ্ধি/স্মৃতিশক্তি উন্নত করতে :-
আপনি যত বেশি বই পড়বেন ততো বেশি নতুনত্বের স্বাদ খুঁজে পাবেন। বেশি বেশি শব্দের সাথে পরিচিত হবেন। অনেক অজানা তথ্য জানতে পারবেন। যে গুলির বিষয়ে আপনার কোনো ধারণা ছিল না। উন্নতশীল চিন্তাধারা জন্মাবে। কর্মজীবনে সফলতা আসবে এবং পুরনো ধারণা থেকে সঠিক সিদ্ধান্ত নেয়া যাবে। তাই আমাদের সকলের বেশি বেশি বই পড়া আবশ্যিক বলে আমি মনে করি ।
জনাথন সুইফট বলেছেন -"বই হচ্ছে মস্তিষ্কের সন্তান”
2. মানসিক প্রশান্তি বৃদ্ধি :-
মানসিক চাপ কমাতে হলে বই পড়ার বিকল্প নেই। দৈনন্দিন জীবনে বিভিন্ন ঝুঁকি ঝামেলার মধ্যে অফিস কিংবা নিজস্ব কর্ম কাজ এবং ফ্যামিলির বিভিন্ন চাপের মাঝে নিজেকে একটু অবসাদ রাখতে গল্পের বই বা বিনোদনমূলক বই পেপার পত্রিকা মানসিক প্রশান্তিতে সাহায্য করে |
"বই কিনে কেউ কোনদিন দেউলিয়া হয় না।"_সৈয়দ মুজতবা আলী
3. নতুন কিছু আবিষ্কার করা :-
বিভিন্ন বই এর লেখক লেখিকা আলাদা মনোভাবের হয়ে থাকে। প্রতিনিয়ত বই পড়ার অভ্যাস থাকলে নতুন কিছু জানতে পারা যায়, যেগুলি আমাদের জীবনে নতুন কিছু কাজের পেশা বা শখ পূরণে অথবা সফলতার চূড়ায় পৌঁছানো যায়।
"একজন মানুষ ভবিষ্যতে কী হবেন সেটি অন্য কিছু দিয়ে বোঝা না গেলেও তার পড়া বইয়ের ধরন দেখে তা অনেকাংশেই বোঝা যায় "_অস্কার ওয়াইল্ড
4. শব্দ ভান্ডার বৃদ্ধি :-
যত বেশি বই পড়বেন ততো বেশি বই এর সাথে পরিচিত হবেন। আমাদের দৈনন্দিন জীবনে কথবার্তার মাঝে উন্নত মানের শব্দ ব্যাবহারে মাঝে বেশি বেশি মানুষের সাথে ভালো সম্পর্ক গোড়ে তুলতে পারবেন। এবং সকলের মাঝে নিজেকে স্মার্টনেস তুলে ধরতে পারবেন, যেটা আমাদের জীবনের সফলতা এনে দেবে ।
অন্য পোস্ট : সুন্দর কথা বলার কৌশল
"একটি ভালো বইয়ের কখনোই শেষ বলতে কিছু থাকে না।" _আর ডি কামিং
5. একাকিত্ব দূর করে :-
আমরা প্রত্যেকে কোনো না কোনো সময় একাকিত্ব ভুগে থাকি। তাই বই কে বন্ধু করলে সেটা ও দূর হতে পারে । আমরা অনেক সময় হাতের স্মার্টফোনে টাকে একাকিত্ব দূর করার জন্য ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় একাকিত্বের প্রধান কারণ আমাদের ওই হাতের ফোন টা হয়ে ওঠে। তাই প্রত্যেক ব্যাক্তি কে একাকিত্ব দূর করার জন্য বই পড়া একটি খুবই ভালোই অভ্যাস।
"একটি ভালো বই হলো বর্তমান ও চিরকালের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু।" _টুপার
6. লক্ষ্য পূরণে আত্ম বিশ্বাস বাড়ায় :-
আমাদের জীবনে সকলেরই কোনো না কোনো লক্ষই সবারই থাকে সেই লক্ষ্য পৌঁছাতে অনেক কিছুরই প্রয়োজন হয়, সেগুলি বই পড়ার নিয়ম থাকলে আমরা উপকৃত হয় । অনেক আত্মবিশ্বাসের প্রয়োজন হয় সেখানে বই বিশেষ ভূমিকা পালন করে ।
"একটি বই একটি স্বপ্ন যা আপনি আপনার হাতে ধরে রাখেন।" -নিল গাইমান
সর্বশেষ আমাদের আর্টিকেল আপনারা পড়ে যদি সামান্য উপকৃত হন নিজেকে ধন্য মনে করবো ।
আর এই ধরণের আর্টিকেল তোমার আপন পরিচিত কারোর কাছে শেয়ার করলে সে ও উপকৃত হতে পারবে।
আপনার যদি প্রতিদিন বই পড়ার অভ্যাস থাকে কমেন্ট এ জানাতে পারেন বই পড়তে কেমন লাগে ।
আমাদের গুগল নিউজ পোস্ট গুলি ফলো করুন ☛ Google News