How to make your happy life..তোমার জীবন কিভাবে সুখী করবে।

How to make your happy life..তোমার জীবন কিভাবে সুখী করবে।



তোমার জীবনকে তুমি সুখী করতে চাও? তাহলে, এগুলি তোমার জন্য... 


অন্য একটি পোস্ট: জীবনে সফল হওয়ার মূলমন্ত্র কী ।। ছাত্র জীবনে ৫ টি দক্ষতা


  • অতীত ভূলে যান, বর্তমান ও ভবিষ্যৎ কে ভাবুন:আমরা বর্তমানের কাজকে না করে, ভবিষ‍্যতের কথা না ভেবে অতীতের ঘটনাগুলি পূণাব্রিতঃ করে খামোকা অযথা সময় অপ্রচয় করে থাকি।অতীতের কথা না ভেবে বর্তমান কে জীবনের একটু হলে ও ভীষ‍্যতে এগিয়ে যেতে পারবে।
  • অকাজে সয়য় নষ্ট করবেন না:আমাদের দৈনন্দিন জীবনে অঘাত সময় নষ্ট করে থাকি।জীবনে সঠিক সময়ে সঠিক কাজ না করতে পারলে মূল‍্যহীন হয়ে পড়ে।
  • না ভেবে কোনো হুটহাট সিদ্ধান্ত নেবেন না:আমরা অনেক সময় সঠিক পরিকল্পনা ছাড়াই হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলি।তা কিন্তু বোকামির কাজ।এইরকম না করে যদি কিছু সময় নিয়ে যাচাই করে কাজটি করা শ্রেয়।
  • রাগকে দীর্ঘতর করবেন না:রাগকে বললে বলা যায় অপবিএ।ও এমন একটা জিনিষ যার মধ‍্যে অবস্হান করে তাকে নষ্ট করে দেয়,রাগ হল অন‍্যের দোষকে তলে ধরে নিজেকে শাস্তি দেওয়া।
  • অহংকারীদের এড়িয়ে চলতে শিখুন:অহংকার মানুষকে বিপথগামি করে।মণীষীদের কথায়, কোনো মানুষের মধ‍্যে অহংকার জম্ন নিলে তিনি ধ্বংস হতে শুরু করে।তাই নিজে অহংকার থেকে দূরে থাকুন,এবং অহংকারিদের এড়িয়ে চলুন।
  • মানুষকে সৎ পরামর্শ দিন:সৎ এবং সততা সব কিছুকে উন্নতি করতে সক্ষম।আমরা সবাই সবার সংগে একে অপরের নির্ভরশীল,যার প্রমান বাস্তুতন্ত্র।তাই অন‍্য কারোর সৎ উপদেশ দিলে মনে প্রানে অথবা অন‍্য কোনো কাজে উপকার পাওয়া যায়, ঠিক তেমনি অসৎ উপদেশ দিলে তার উল্টোটা হওয়াটাই স্বাভাবিক।
            আমি শেষে এটুকু বলতে চাই নিজের উপর    অদম‍্য ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে নিজেকে তৈরী   করলে সফলতা আসবেই ।আর সফল মানুষরাই জীবনের সূখানুভূতি পেয়ে থাকে।।।

আমাদের গুগল নিউজ পোস্ট গুলি ফলো করুন ☛ Google News 
Next Post
3 Comments
  • Raj
    Raj December 25, 2018 at 10:48 AM

    I like your tips

  • Unknown
    Unknown January 3, 2019 at 3:40 PM

    I am satiesfy show your tips....
    Khub valo laglo Tomar ai boktobo ta..

  • Unknown
    Unknown April 9, 2021 at 7:37 PM

    Thanks 👍😍
    Love 💖 boro

Add Comment
comment url

Adsence

Adsence